ঢাকা ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে পুলিশ পিকআপভ্যান উপহার দিলেন পৌর মেয়র মুক্তা

সিরাজগঞ্জে পুলিশ পিকআপভ্যান উপহার দিলেন পৌর মেয়র মুক্তা

সিরাজগঞ্জ সদর থানাকে পুলিশ পিকআপভ্যান উপহার দিলেন সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা। আইনশৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় অপারেশন কাজে ব্যবহারে রোববার বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাওয়ানুল ইসলামের কাছে গাড়ীর চাবি হস্তান্তর করেন তিনি।

এ বিষয়ে বিশিষ্ট সমাজসেবক ও পৌর মেয়র আলোকিত বাংলাদেশকে বলেন, সিরাজগঞ্জ পৌর এলাকাসহ সদর উপজেলার আইন শৃঙ্খলা রক্ষা আরো জোরদার করার জন্য এই পুলিশ পিকআপভ্যান উপহার দেয়া হয়েছে। এ পুলিশ পিকআপভ্যান আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সহায়তা করবে। এ সময় ওসি সিরাজুল ইসলাম, পৌরসভার প্যানেল মেয়র-(১) নুরুল হক ও পৌর নির্বাহী কর্মকর্তা লুৎফর রহমান ও অনান্য পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

মেয়র,উপহার,পুলিশ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত